গল্প: অপূর্ণ ভালোবাসা
.
লিখা: অর্দ্র
****
কালকে ফেসবুকে ঢুকেই দেখি একটা মেয়ের ফ্রেন্ড রিকুয়েষ্ট সাথে একটা ম্যাসেজও.....
-প্লিজ হেল্প মি
রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করে বললাম...
-কিভাবে.?
-আমার ফ্রেন্ড এর জীবন নিয়ে একটা গল্প লিখে দিতে হবে..plz help us...
-আচ্ছা কাহিনিটা বলুন
মেয়েটার কথা শুনে অনেক খারাপ লাগলো । মানুষ কেন যে এমন করে বুঝিনা ।
এবার মুল কাহিনীতে আসা যাক....
মেয়েটার নাম সারা । বড়লোক বাবার একমাত্র মেয়ে । বড়লোক হলেও তার মনে কোনো অহংকার নেই । সারার বাসা মির্জাপুর, টাঙ্গাঈল । মেয়েটা বান্দবীদের সাথে স্কুলে যায়, আসে । এক বছর আগের কথা মেয়েটা নবম শ্রেনীতে পরে । ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয় । নাম সাকিন । তার বাসাও মির্জাপুর । ফেসবুকে তাদর রেগুলার কথা চলতে থাকে । আস্তে আস্তে সারা সাকিনের প্রতি দুর্বল হয়ে পরে । সাকিন তাকে প্রোপজ করে । সেও অ্যাকসেপ্ট করে নেই ।
তারা ফেসবুক,ইমুতে কথা বলতো । একদিন সারা জানতে পারে সাকিন আরো মেয়ের সাথে ফেসবুকে প্রেম করে ।
-তুমি কত জনের সাথে প্রেম করো
-কেন তোমার সাথে
-আমি জেনে গেছি তুমি অনেকের সাথে প্রেম করো
-আরে না আমি তোমার সাথেই প্রেম করি আর ওদের সাথে এমনি টাইমপাস করি
-কারো মন নিয়ে খেলা করার অধিকার তোমার নেই...তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কারো সাথে টাইমপাস করবা না ।
-আচ্ছা করবো না করবো না
***
সারা সরল মনে ছেলেটাকে বিশ্বাস করে নিলো । সাকিন কে সে বড্ড বেশি ভালোবাসে । তাকে সে হারাতে চায়না । এভাবেই চলতে লাগলো তাদের জীবন । সারা সাকিন কে খুব ভালবাসে । সাকিন যা বলে সারা তাই করে । একবার সারা আর সাকিনের মধ্যে ঝগরা হয় । এর জন্য সারা সুইসাইড করার চেস্টা করে । আল্লাহ হয়তো তখন মৃত্যু লিখেনি বলে সে বেচে যায় । তারপরও সাকিন সারাকে মন থেকে ভালোবাসেনি । তাদের ঝগরা আবার মিটে যায় । তারা খুব ভালোভাবে দিন কাটাতে লাগে । এর মধ্যে সারা আবার জানতে পারে যে সাকিন আবার মেয়েদের সাথে প্রেম করে ।
সাকিন তুমি আমার এমন করলে কেন ।
সারা আমি যার সাথে প্রেম করি না কেন আমি তোমাকেই ভালবাসি আর তোমাকেই বিয়ে করবো । আর সেইজন্য আমি তোমার কথা আমার বাসাতে বলেছি
বেচারি সারা অনেক ভালোবাসতো বলে আবার তাকে বিশ্বাস করে নিলো ।
সারা সাকিনের কথা তার বাসাতে জানালো । মেয়টাকে সবাই অনেক ভালোবাসে বলে সবাই রাজি হয়ে যায় । ধীরে ধীরে সাকিন সার প্রতি দুর্বল হয়ে পরে । সারার সাথে সে দেখা করতে চায় । কিন্তু সারার প্রবলেম ছিলো বলে সে যেতে রাজি হয়নি । তার জন্য সাকিন আবার তার সাথে ঝগরা করে । সারার খালাতো বোনের সাথে বকাবকি করে । যার কারনে সারা কে পরিবারে কঠিন অবস্থার মূখোমুখি হতে হয় । তিন দিন না খেয়ে ছিশ । তারপরো সারা তাকে ভালোবেসেছে । সারা সাকিন কে অনেক বেশি বিশ্বাস করতো । সাকিনের নামে সারা কেউ কিছু বললে তাকে সে অনেক বকা দিতো । সারা সাকিন কে ভালবাসে বলেই তাদের সম্পর্ক এতদিন টিকে আছে । সারা সাকিন কে হারাতে চায়না বলেই সে বারবার সাকিন কে ফিরে পেতে চায় । মুলত সারার একক চেষ্টা তে সাকিন সারার প্রেম করে । তাদের সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায় । তাদের অনেকবার ব্রেকাপ হয়েছে আবার ঠিক হয়ে গেছে । অর্দ্র
****
********তাদের রিলেশনের ১ বছর পুর্তিতে আবার তাদর ঝগরা । সাকিন সারাকে ফোন দিয়েছিল । বাট সারা রিসিভ করতে পারেনি । এর জন্য সাকিন সারার সাথে ফাইনালি ব্রেকাপ করে । সারার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই । ফেসবুক ইমুতে সারাকে ব্লক করে । হয়তো মন থেকেও সারাকে ব্লক করে দেই । সারা ওর সাথে যোগোযোগ করের অনেক চেস্টা করেছে বাট পারেনি ।
***
আসলে সারার মতো মেয়েরা অনেক অসহায় । মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে । বিনিময়ে ভোগ করে অসমাপ্ত কশ্ট । আর সাকিনের মতো ছেলে সমাজের একটা কিট যা সমাজকে ধ্বংশের মুখে নিয়ে যায় ।
ধীক্কার জানায় সেই সব ছেলেকে যারা সাকিনের মতো মেয়েদের জীবনে নিয়ে টাইমপাস করে । আরে মোবাইলে গেইম খেলেও তো টাইমপাস করা যায় । কারো জীবন নিয়ে খেলার কি দরকার ছিলো ।
****
পরিশেষে একটা কথা বলতে চাই....আশা করি আপনারা সবাই কারো মন নিয়ে খেলা করবেন না । এটা শুধু ভালোবাসার অমর্যাদা করেই না একটা জীবনকে নষ্ট করে দেই......
******
বাস্তব জীবন থেকে নেওয়া । **
উৎস্বর্গ:
Shaine Sakin
Harano Rajkonna
....
# অর্দ্র
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
গল্প: অপূর্ণ ভালোবাসা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
3 Single Idiots
গল্পঃ #3_Singe_Idiots Part: 02 . লিখাঃ অর্দ্র . -তোদের দুইটারে কতবার বলেছি যে এইবার অন্তত ঝামেলা করিস না(অর্দ্র) -........ -কাজটা কে...
-
গল্প: অপূর্ণ ভালোবাসা . লিখা: অর্দ্র **** কালকে ফেসবুকে ঢুকেই দেখি একটা মেয়ের ফ্রেন্ড রিকুয়েষ্ট সাথে একটা ম্যাসেজও..... -প্লিজ হেল্প মি...
-
গল্পঃ #জ্বিন_ধরছি পর্বঃ ০১ . লিখাঃ অর্দ্র . -এই ধরছি, ধরছি, সোনা এইবার তুমি কই যাবা । -এই হতচ্ছারা আমাকে বোতলে তুলছিস কেন, ছাড় আমাকে ...
-
গল্পঃ লাজুক ছেলে পর্বঃ ০৩ . লিখাঃ অর্দ্র . বাসায় এসে ভাবতে লাগলাম ডাইনী মেয়েটাকে নিয়ে কি গল্প লিখা যায় । অনেক ভেবেও মাথায় কিছু আসলো না ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন